ভারতের বিচার বিভাগে, ৫০,ভাগ, মহিলা বিচারপতি রাখতে জোর দাবি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী এন এ রমনা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশ, সেই তুলনায় ভারতের আইন ও বিচার বিভাগের বেশি পরিমাণে মহিলা বিচারপতি ও মহিলা আইনজীবী নেই ।তাই ভারতের বিচারপতি শ্রী এন এ রমনা দাবি করছেন ভারতের বিচারব্যবস্থায় কোম পক্ষে পঞ্চাশ শতাংশ বিচারপতি নিয়োগ করলে ভালো হয়। কারণ ভারতের বিভিন্ন যায়গায় আদালতে মহিলা বিচারপতির সংখ্যা মাত্র, ১১.১৩,র, শতাংশ এর নিচে নেমে এসেছে। তার দাবি অবস্থা যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে মহিলা বিচারপতি না থাকার কারণে বহু সংখ্যক মহিলা সঙ্ক্রান্ত বিষয়ে বিচার করতে সমস্যা দেখা গেছে। তাই তার দাবি ভারতের বিচার ব্যাবস্থায় মহিলা বিচারপতির দরকার। ভারতের বর্তমানে মোট আট জন মহিলা বিচারপতি আছেন উচ্ছ আদালতে। তবে ভারত এখন পর্যন্ত কোন মহিলা প্রধান বিচারপতি পায়নি সুপ্রিম কোর্টে। তবে, ২০২৭,সালে, দেশের প্রথম মহিলা বিচারপতি হিসাবে পেতে পারেন সব ঠিক ঠাক থাকলে শ্রীমতী বি ভি নাগরত্মা কে তাও আবার একমাসের জন্য। ভারতে এর আগে মহিলা বিচারপতি হিসাবে, ১৯৮৯,সালে, সুপ্রিম কোর্টের বিচারক পদে বসেন বিচারপতি ফাতিমা বিবি, এর মধ্যে ভারতের বিচারপতি হিসাবে কাজ করেন শ্রীমতী ইন্দিরানী মুখোপাধ্যায় ও তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি শ্রীমতী হিমা কোহলি ও গুজরাট হাইকোর্টের বিচারপতি শ্রীমতী বেলা ত্রিবেদী। তবে বেশি সংখ্যক বিচারপতি হিসাবে চাইতে আজ জোর সওয়াল করেন ভারতের প্রধান বিচারপতি শ্রী এন এ রমনা।।