আশফাক আহমদ,বাহরাইন:প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের দ্বিতীয়বারের মতো কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি`র নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক বাহরাইন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি জনাব মোহাম্মদ সফি উদ্দিন নির্বাচিত হওয়ায় বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব আসিফ আহম্মেদ গতকাল এক ফোন বার্তায় অভিনন্দন জানান।
উল্লেখ্য গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২০২১-২০২৩ সালের জন্য ২১ সদস্যের কার্যকরী কমিটি ও ৬ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।