মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ নাটোরের বাগাতিপাড়ায় কেক নাকেটে বরং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে লাভলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিলভিয়া পারভিন লেনী’র শুভ জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। এসময় দয়ারামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তবে এমন ভিন্ন আয়োজন এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিমত অতিথিদের।
এসময় নাটোর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এর সভাপতিত্ব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।
কেক নাকেটে বরং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, এমন ভিন্ন আয়োজন এক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিমত ব্যাক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সেই সাথে লাভলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিলভিয়া পারভিন লেনী’র শুভ জন্মদিনে শুভেচ্ছা জানান তারা। এছাড়া দুস্থ শীতার্তদের পাশে থাকায় লাভলী ফাউন্ডেশনের প্রশংসা করেন অতিথি ও উপস্থিত দুস্থ শীতার্থরা