টোকিও তে ভারতের, ৪৯,কেজি, ভারোত্তোলক মনিপুরের মীরা বাই চানু ডেপুটি পুলিশ সুপার হলেন।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের পূর্ব রাজ্যে মনিপুরের মেয়ে গত, ২০২১,শে, ভারতের হয়ে ৪৯,কেজি, বিভাগের অলিম্পিক গেমসে রুপো জয়ী মীরাবাঈ চানু কে মনিপুর রাজ্যের ডেপুটি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ করেন মনিপুরের মুখ্যমন্ত্রী শ্রী নঙ্গথোমবান বীরেন্দ্র সিঙ্গ । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরাবাঈ চানু র মা ও বাবা। এই নিয়ে মনিপুরের রাজ্যের কোন মহিলা খেলোয়াড় পুলিশের চাকরি তে প্রবেশ করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মনিপুরের মুখ্যমন্ত্রী কাছে এই পুলিশের কাজ করার জন্য দাবি করেছিলেন। এর আগে অসম রাজ্যের পুলিশের এ ডি জি পদে যোগদান করেন বক্সার শ্রী লভালিম বরগোহাই। আগামী দিনে ভারতের খেলার মান কে উচ্ছে নিয়ে যেতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে খেলোয়াড়দের বসাতে পারে বলে মনে করা হয়েছে।।