বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
চাঁদাবাজির অভিযোগ এনে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভাটা মালিক

চাঁদাবাজির অভিযোগ এনে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভাটা মালিক

 

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে মাদক সেবকদের হাত থেকে রক্ষা পেতে ভাটা মালিক পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। শনিবার ( ১২ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে মেসার্স যমুনা অটো ব্রিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ও মেসাস যমুনা অটো ব্রিকস এর সহকারী পরিচালক হাফেজ সাজ্জাদুজ্জামান মনঞ্জু সংবাদ সম্মেলনে জানান কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের স ম সদর উদ্দিন আহমেদের পুত্র মোহাম্মদ আতিক ইমরান মনি একজন নেশাগ্রস্ত সন্ত্রাসী, চাঁদাবাজ। সে তার দলবল নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাটা মালিকের কাছে ৩৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। সেই সূত্র ধরে গত ১১ মার্চ আতিক ইমরান মনিসহ ৩০/৩৫ সন্ত্রাসী বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে চাঁদার দাবিতে ভাটায় জোরপূর্বক প্রবেশ করে ভাটার ব্যবহৃত মেশিন যন্ত্রপাতি হিসেব কাগজপত্র নগদ অর্থ লুট করে নিয়ে নেয় ভাটা ভাঙচুর করে এবং ভাটায় দায়িত্বরত লোকজনকে বাহির করে দিয়ে ভাটা মালিক রফিকুল ইসলামকে আটকে রাখে। এসংবাদ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে অবহিত করা হলে তিনি ঐ রাতে মামলা নিয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে ভাটা মালিক রফিকুলকে ও মালামাল উদ্ধার করে ভাটা মালিককে বুঝিয়ে দেয়। সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার কলিযোগা গ্রামের খুদু মোড়লের ছেলে মোহাম্মদ রাসেল ( ৩০) কে আটক করে থানা পুলিশ। রফিকুল ইসলাম আরো জানায়, তার বাড়ি ঢাকা জেলার উত্তরায়। তিনি সুদূর ঢাকা কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর মৌজার প্রকৃত জমির মালিকদের নিকট থেকে জমি লিজ নিয়ে যমুনা অটো ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপন করে ব্যবসা করে আসছে। কিন্তু এলাকার সন্ত্রাসী মাদকসেবীরা প্রায় তার ভাটায় চাঁদা দাবি ও বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে আসছে কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের এস এম সদর উদ্দিন আহমেদ এর পুত্র আতিক ইমরান (৩২) কলিযোগা গ্রামের খুদু মন্ডল এর পুত্র মোঃ রাসেল ( ৩০) ও মোঃ রুবেল( ২৭) ঘোনা গ্রামের আব্দুল কুদ্দুস এর পুত্র মোঃ মমিন( ৪০)সহ সন্ত্রাসী দল । তিনি পুলিশের সহযোগিতায় দ্রুত সময়ে ভাটা উদ্ধারসহ আসামি আটক হওয়য় থানা চৌকস অফিসার ইনচার্জ মহোদয়কে সহ পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com