কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কে নদীয়ার গণধর্ষণ ঘটনার পর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্য এর জেরে তার বিরুদ্ধে হাইকোর্টের যে মামলা দায়ের করার জন্য অনুমতি চেয়েছিলেন তা মঞ্জুর করা হয়। গত ৫, এপ্রিল রাতে সহ বন্ধু র বাড়িতে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ খেতে গিয়ে তার বন্ধু র দ্বারা ধর্ষণের শিকার হন ১৬,বৎসরের, ছাত্রীর। তার পর ঐ নাবালিকা কে গুরুতরভাবে অসুস্থ অবস্থায় ডাক্তার খানায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করার আগে ঐ ছাত্রীর মৃত্যু হয়। এই ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িত ছিলেন নদীয়ার গণধর্ষণ ঘটনার সাথে জড়িত হাসখালী র গাজনা গ্রাম পঞ্চায়েত সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজ গোপাল গোয়ালা। এই ঘটনার কথা জানাজানি হতে উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজ্যের রাজনীতি। এই ঘটনার প্রতিবাদ করেন বামফ্রন্ট ও ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ও ভারতের বি জে পি এবং পশ্চিম বাংলার এস ইউ সি আই দল। এই ঘটনার পর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মেয়েটি প্রেগন্যান্ট ছিল, নতুবা নিজের ইচ্ছায় তাকে রেপ করে তার বন্ধু। এই ঘটনা একটি ছোট ঘটনা। এর জেরে রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকেন পশ্চিম বাংলার বিরোধী দল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিরূপ মন্তব্য এর জন্য মামলা দায়ের করার জন্য অনুমতি চান কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এ আপিল করেন এবং তা স্বতপ্রনোদিত মামলা করার জন্য অনুমতি দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটি মন্তব্য র প্রতিবাদ করতে দেখা যায় দিল্লি র নিরভায়া কান্ডের মৃত তরুণ মা কে। তিনি বলেন যে একজন মহিলা হয়ে কি করে এমন মন্তব্য করতে পারেন একজন নাবালিকা মৃত ছাত্রীর নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে এমন মন্তব্য করা।।