লিটন সরকার ঃ আশাশুনি উপজেলা খাজরা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নীলকন্ঠ সোম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়ন এর বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সহ-সভাপতি কালিপদ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুবনেতা রনজিত কুমার বৈদ্য সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদর দুর্গা মন্দির ও কালী মন্দির কমিটির সভাপতি বৃন্দ সহ খাজরা ইউনিয়ন এর সকল দুর্গা মন্দির, বাসন্তী মন্দির, কালী মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। প্রচন্ড গরম উপেক্ষা করে ইউনিয়নের সর্বসাধারনের উপস্থিতিতে গণতান্ত্রিক ও সাংগঠনিক নিয়ম মেনে সর্বসম্মতিক্রমে প্রবীণ ও নবীন এর সমন্বয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা বাবু দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক আশিষ চন্দ্র মন্ডল। নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি এবং তাদের নেতৃত্বে খাজরা ইউনিয়ন একটি শক্তিশালী সাংগঠনিক ইউনিটে পরিণত হবে বলে আশা রাখি।