লিটন সরকার ঃ আশাশুনিতে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, এসএপিপিও আঃ গনি প্রমুখ। সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তাগণ আলোচনা রাখেন।