গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা ও শিশু অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ে জেলা কমিটির সদস্যদের দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে শুরু হয়েছে। আজ সোমবার সকালে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মনিরা পারভীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন, ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম, জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম, সহকারী সরকারি কৌশলী (এপিপি) রফিকুল ইসলাম, পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন মাঝি, পিরোজপুর সদর ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, পৌর কাউন্সিলর সাদ উল্লাহ লিটন, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের জেলা সমন্বয়কারী গৌরাঙ্গ ঘোষ প্রমুখ।
সুশীলনের সিইএমবি প্রকল্পের আযোজনে এবং জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকেরা অংশ নেন। মঙ্গলবার ওরিয়েন্টেশন শেষ হবে।