গাইবান্ধা জেলার কৃতি সন্তান, গাইবান্ধা জেলার মাটি ও মানুষের হৃদয়ে গাথা, গাইবান্ধা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি, স্থানীয় সময় শুক্রবার বেলা ৪টায় নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন- বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনবন্ধু ইউনুস আলী ভূইয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সচিব জনাব নজরুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির নেওয়াজ রাজ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এক শোক বিবৃতিতে কবির নেওয়াজ রাজ বলেন, মাননীয় ডেপুটি স্পিকার একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এটাই কামনা করছি, আমিন।