লিটন সরকার উপজেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার প্রতাপনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বারাবর বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
ইউনিয়নের দরগাতলার আইট নামক স্থানে খোলপেটুয়া নদীর চরে প্রায় ২০০ ফুট স্থানজুড়ে বেড়ি বাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে। মঙ্গলবার ভোর রাতে স্থানীয় মৎস্যজীবী জেলেরা ভাঙ্গন দেখতে পায়। ক্ষণে ক্ষণে চর ভাঙ্গতে ভাঙ্গতে নদী গর্ভে বিলীন হতে থাকে। বিকেল না গড়াতে ভাঙ্গন বেড়ি বাঁধের সাথে গিয়ে মিশে যায়। ভাঙ্গন রোধে তাৎক্ষণিকভাবে স্থানীয় ভুক্তভোগীদের অনুরোধে ঐ বেড়িবাঁধ নির্মাণ কাজের ঠিকাদার জাকির হোসেন তালুকদার তার প্রতিনিধি বিপুল হোসেনের মাধ্যমে স্থানীয় শ্রমিকদের দিয়ে বালু ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালান। এরিপোর্ট লেখা পর্যন্ত কাজ অব্যাহত রয়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী ও ইউপি সদস্য আইয়ুব আলী সরদার ভাঙ্গনস্থান দেখাতে যান। তারা পাউবো’র উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে দ্রুত বাঁধ রক্ষায় এগিয়ে আসার জন্য জোর দাবী জানান।