চলো আমাদের গল্পগুলো রিমেক করি
পাতায় পাতায় ধুলো জমা সেই গল্পগুলো
অচেনা থেকে আপন হওয়া সেই কথাগুলো
প্রায় ভুলে যাওয়া সে-ই স্মৃতিগুলো….
স্বলজ্জ ধীর পায়ে এগিয়ে আসা
অকারন হৃপিন্ডের গতি বাড়ানো দৃশ্যগুলো
একটু নিরিবিলি নির্জনের আশায় অনেকটা পথ পাশাপাশি হাঁটা
খুচরো টাকায় নাস্তা, ঝাঁঝালো ঝালমুড়ি, বিট লবন মাখানো পেয়ারা অথবা আমড়া,
ক্ষুধা তাড়ানো খাবারের খোঁজ কিংবা
হুড তোলা রিক্সায় লুকিয়ে চলা গল্প
কিংবা চেনা মুখ থেকে নিজেকে আড়াল করা
সময় পেরিয়ে ঘরে ফেরা আর
কড়া শাসনের ভয়ে বানানো রেডিমেড মিথ্যাগুলো
মনে পড়ে কী?
চলো ধুলো জমা সে-ই গল্প গুলো রিমেক করি,, স্মৃতিগুলো রিমিক্স করি…
খুচরো গল্পো আর টুকরো স্মৃতিতে রচনা হোক একটা পূর্ণদৈর্ঘ্য গল্পের…
অসমাপ্ত গল্পগুলো ঠিকানা খুঁজে পাক
সাদা কালো কিংবা আংশিক রঙ্গিন স্মৃতিতে
রিমেক রিমিক্সে বাজুক আবার
পুরোনো সেই ঝংকার…
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান ।