হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা কালিগঞ্জে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর কৃষ্ণনগর শাখার আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বাস্তবায়নে রবিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ হলরুমে খামারীদের দক্ষতা উন্নয়ন ও প্রাণিসম্পদ লালন পালনে ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এনজি এফ কৃষ্ণনগর শাখার ব্যবস্থাপক ও বিশিষ্ট সাংবাদিক বাবলা আহমেদের সভাপতিত্বে সাব্বির আহমেদ ও মাহমুদুল হকের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এনজিএফের গবাদি প্রাণী সুরক্ষা সেবা কার্যক্রমের প্রকল্প সমন্বয়কারী ডাঃ আবু আজাদ সিদ্দিকী, শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সৌরভ মল্লিক। প্রশিক্ষণে এনজিএফ কৃষ্ণনগর শাখার সদস্য ৩০ জন ছাগল এবং গরুর খামারি অংশগ্রহণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধী।