জাকির হোসেন আজাদী: ” মাজহারুল আনোয়ার আমাদের মাঝ থেকে চলে গেলেও তার যে কালজয়ী সৃষ্টি, শুধু গান নয়, তিনি অনেক কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন, তিনি তার সৃষ্টির মাধ্যমে যুগ যুগ বেঁচে থাকবেন। যতদিন বাংলা গান থাকবে, ততদিন গাজী মাজহারুল আনোয়ার বেঁচে থাকবেন।” কথাগুলো বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে গীতিকবি সংঘ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে কিংবদন্তি গীতিকবি প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দেশের খ্যাতিমান গীতিকবি, সুরস্রষ্টা, মিউজিশিয়ান, শিল্পী ও প্রয়াতের পরিবার যেখানে খানে উপস্থিত ছিলেন। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় ড. মাহমুদ এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু আমার কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। তার মৃত্যুর আগে তিনি একটি বিষয় নিয়ে সচিবালয়ে এসেছিলেন আলাপ করতে। তারও পরে সুরকার আলম খানের স্মরণসভায় তিনি উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। সাময়িকভাবে তিনি অসুস্থ ছিলেন বলে আমার জানা নেই। হঠাৎ তিনি চলে গেলেন।’