এ,এস,এম, জাফর ইকবাল, যশোর (ঝিকরগাছা)ঃ
যশোরের মনিরামপুর উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের পিছন থেকে একটি ব্যাগের ভিতর থাকা ১৯ লাখ ৬১ হাজার টাকা পাওয়া গেছে আজ রবিবার সকালে ৭টার সময় স্থানীয় লোকজন ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এই ঘটনায় এখন ৮জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন স্মরণপুর গ্রাম পুলিশ রমজান আলীর ছেলে সোবহান ২৮ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় কর্মি একই গ্রামের ইউনুস আলীর ছেলে জোবায়ের ২৬ বিক্রয় কর্মি ও ফোরকান আলীর ছেলে আজাদ ২৫ আর বাকী গুলোর পরিচয় এখনো জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে উদ্ধারকৃত টাকাগুলো শনিবার রাত ৯টার সময় ঝিকরগাছা উপজেলার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শাখা দফতর থেকে তালা ভেঙে ২৬ লাখ টাকা ডাকাতি সংঘটিত হয় ঘটনার পরপরই কোম্পানির শাখা ব্যবস্থাপক সহ ৬ জনকে রাতেই আটক করেছে ঝিকরগাছা থানার পুলিশ আজ সকালে আরও দু’জন সহ মোট ৮জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, আজ সকালে স্মরনপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে ব্যাগ ভর্তি ঝিকরগাছা থানার পুলিশ ও মনিরামপুর উপজেলার খেদাপাড়া ক্যাম্পের পুলিশ এসে দেখে ব্যাগের ভেতর থাকা ১৯ লাখ ৬১ হাজার টাকা গুনে বুঝ করেন । উদ্ধারকৃত টাকার ব্যাগটি দেখে প্রথমে পুলিশের কাছে মোবাইল ফোনে জানান বাড়ির পাশের জোবায়ের। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয় এ সময় আজাদ নামের এক ব্যক্তি ৩ বান্ডিল (২লাখ) টাকা নিয়ে দৌড় দেয় পরে গ্রামবাসী তাকে তাড়া করে সেই টাকা উদ্ধার করেন ।
রমজান আলী যোগ করেন আমার ছেলে সোবহান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শাখা দফতরে কাজ করছিল সহকর্মীদের সাথে । পরে রাত ৯ টার দিকে ২৬ লাখ টাকা ডাকাতি সংঘটিত হয়, পরে খবর পাই আমার ছেলে সহ অফিসের ৬জনকে পুলিশ আটক করেছে ।
তিনি আরোও বলেন আমাদের গ্রামের বিক্রয়কর্মী জুবায়ের গত তিনদিন ধরে কাজে যায়নি, আর টাকার ব্যাগটি পাওয়া গেছে তার ই বাড়ীর পাশে, ধারনা করা হচ্ছে জুবায়ের ডাকাতির সাথে জড়িত টাকা লুকোতে না পেরে ডাকাতি হয়ে যাওয়া টাকা স্কুলের পিছনে রেখে পুলিশে খবর দিয়েছেন।
খেদাপাড়া ক্যাম্পের পুলিশের উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন ঘটনাটি যেহেতু ঝিকরগাছা থানার অন্তর্গত সেহেতু আমরা এসে তাদের কে সাহায্য করেছি তারা এসে টাকা নিয়ে গেছে ।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন,
আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছি পরে বিস্তারিত জানতে পারবেন।