মোঃ সোহাগ হোসেন, দেবহাটঃ আজ ০১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত, উপজেলা নির্বাহী অফিসার,জনাব এ. বি. এম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান – মোঃ হাবিবুর রহমান সবুজ। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান- জি এম স্পর্শ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আমিনুর রহমান। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান শাওন।
“প্রশিক্ষীত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”
স্লোগানকে সামনে রেখে আগামীর দিকে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিথিগণ, আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোন শিক্ষিত বেকার থাকবে না, বেকার মুক্ত হবে বাংলাদেশ সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে দেবহাটা উপজেলা। একটার পর একটা উন্নয়নের ছোঁয়া পাচ্ছে দেবহাটা উপজেলা।