আজ ১৫ নভেম্বর ৩৬ পূর্ণ করলেন সানিয়া মির্জা। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শোয়েব লেখেন, ‘শুভ জন্মদিন সানিয়া মির্জা। তোমার একটি খুব স্বাস্থ্যকর এবং সুখী জীবন হোক, এমনটাই কামনা করছি! দিনটাকে পুরোপুরি উপভোগ করো।’ এই বার্তাটা আজ রাত ১টা ৩৪ মিনিটে জানিয়েছেন শোয়েব, তার পর থেকে আট ঘণ্টা পেরিয়ে গেলেও জবাবটা এখনো দেননি সানিয়া।