হাফিজুর রহমান শিমুলঃ “দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংরা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। তিনি তার বক্তব্যে বলেন অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস মুখ্য ভুমিকা রেখে চলেছে। নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণ, জীবন ও সম্পদ রক্ষায় জীবন বাজি রেখে দেশের গর্বিত সন্তানরা কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র সদস্য জাকির হোসেন সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন।