ঢাকা ১০ মার্চ ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঢাকা জেলা কমিটির যুগ্ম-সম্পাদক আনিস মাহমুদ লিমন ও সদস্য ইসমাইল হোসেনের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রাণীর প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএমএসএফ। রোববার এক বিবৃতিতে সংগঠনটি পক্ষ থেকে বলা হয়, সংগঠনের ঢাকা জেলা কমিটির যুগ্ম-সম্পাদক ও আনন্দ টিভির সিটি রিপোর্টার আনিস মাহমুদ লিমন এবং ইসমাইল হোসেন পলাশকে আনন্দ টিভি কর্তৃপক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করছে। এ ঘটনায় বিএমএসএফ’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
এদিকে লিমন দীর্ঘ ২৫দিন হাজতবাস শেষে রোববার দুপুরে বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে এসে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ঘটনার বিস্তারিত তুলে নির্যাতনের কাহিনী তুলে ধরেন। আটকের পর তাদেরকে মারধর করা হয়। লিমনের জামিন হলেও টিভি কর্তৃপক্ষের বিরোধীতায় পলাশের জামিন হয়নি। এমনকি পলাশকে কারাবন্ধী অবস্থায় অনার্স ৩য়বর্ষের পরীক্ষা দিতে হয়েছে।
লিমন জানায়, গত ১০ ফেব্রুয়ারি আনন্দ টিভির কতিপয় লোকজন তাদেরকে কৌশলে পুলিশ দিয়ে আটকিয়ে শারিরিক নির্যাতন করে।
লিমনের অভিযোগ, গত ১৫ নভেম্বর আনন্দ টিভির আনিসুর রহমান সাব্বিরের মাধ্যমে ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার মেহেদী হাসানকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করি। এর আগে ইসমাইল হোসেন পলাশ ৫০ হাজার ও রফিকুল ইসলাম ১ লাখ টাকা প্রদান করেন। উক্ত টাকা নেয়ার পর সাব্বিরকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তের পর বিভিন্ন সময় আমরা মেহেদী হাসানের নিকট নিয়োগপত্র ও কার্ড চাইলে আজকাল দিব দিচ্ছি বলে তালবাহানা শুরু করে।
এ ব্যাপারে রফিকুল ইসলাম মিরপুরী জানায়, প্রতিবন্ধী সোহাগের মাধ্যমে মেহেদী হাসানের কাছে নগদ একলাখ টাকা প্রদান করি। কিন্তু আজো নিয়োগ কিংবা আইডি কার্ড প্রদান করেননি। দীর্ঘদিন ধরে কার্ড ও নিয়োগ না দেয়ায় টাকা ফেরত চাইলে জীবননাশের হুমদি দেয়া হয়।
লিমন জানায়, গত ১০ ফেব্রুয়ারি বিকাল ৩ টার সময় আমাদের দু’জনকে প্রান্ত পারভেজের ফোন নাম্বার থেকে কল করে মিরপুরে ডেকে নেয়। এক পর্যায়ে আনন্দটিভির দলবল এবং পুলিশ উপস্থিত হয়ে আমাদের দু’জনকে আটক করে।
এদিকে আনন্দ টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাংবাদিক নিয়োগে কার্ড বানিজ্য, অর্থের বিনিময়ে নিয়োগ-ছাটাই এবং চাঁদাবাজির অভিযোগে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা রয়েছে।