রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উন্নয়ন অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ’লীগ সরকারের নানামুখী পদক্ষেপ প্রশংসিত হয়েছে —— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না…… স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) আড্ডা ও খুঁনসুটিতে আল হাদীস বিভাগের প্রাণের উচ্ছ্বাস মিলনমেলা মাদারীপুরের জেলা প্রতিনিধি উদ্দ্যোগে বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া কে এই নাজিম উদ্দিন ছিঃ পিরোজপুর প্রেসক্লাব ছিঃ সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ফিরোজ স্যারের মায়ের দাফন সম্পন্ন ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : তথ্যমন্ত্রী
কালিগঞ্জে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

কালিগঞ্জে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

হাফিজুর রহমান শিমুলঃ এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায় এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষে বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মাজেদ এর সভাপতিত্বে ও সংবাদকর্মী শাহাদৎ হোসেন সাজু ও গোলাম মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হাফিজুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। অভিভাবক সমাবেশে তিনি বলেন, স্কুলের অবকাঠামো উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের লেখাপড়ার যথাযথ মানোন্নয়নের ব্যাপারে অটুট থাকতে হবে। শুধু শিক্ষকের উপর নির্ভরশীল থাকলে হবে না অভিভাবক শিক্ষার্থীদের তাদের লেখাপড়ার প্রতি যত্নশীল হতে হবে। দলাদলি নয়, উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি আরও গুরুত্বের সাথে নিয়ে উন্নয়ন করতে চাই। শিক্ষক ও অভিভাবক বৃন্দের সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক- নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে আগামীতে বিশেষ ভুমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্য রাখের কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিঃ সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, শ্যামনগর সরকারী মহসীন কলেজের অধ্যাপক মনজুরুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী, গোবিন্দকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক পশুপতি সরকার, শিক্ষক এস এম রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (ইউপি)সদস্য সাইদুল ইসলাম, সাবেক (ইউপি) সদস্য শেখ আব্দুল লতিফ, উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকল শিক্ষক, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজনবৃন্দ। সমাবেশের আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে প্রীতিভোজ করানো হয়।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com