মোঃ আব্দুল্লাহ আল আনামঃ
ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সারা দেশ থেকে সমবেত ধর্মপ্রাণ মুসল্লীরা জেলা ভিত্তিক খিত্তায় অবস্থান নিয়েছেন।
আজ ইজতেমা ময়দানের দেশের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। সারা দেশের লাখো মুসল্লীসহ বিশ্বের প্রায় অর্ধশত মুসল্লিরা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন।
বুধবার সন্ধ্যায় মাওলানা সাদ গানদাওহি মনোনীত দিল্লির ৩২ সদস্যের একটি জামাত ইজতেমা ময়দানে এসে পৌঁছায়। ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় দেশি-বিদেশি আলেম মাওলানারা বয়ান করবেন। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে দুই পর্বের বিশ্ব ইজতেমা।