বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শেরপুরে ইউনিয়ন আ.লীগ থেকে ২০ নেতার পদত্যাগ কালিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে ৪৬ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি,,,,,,,,, কালিগঞ্জের বালিয়াডাঙ্গা মাহমুদীয়া দাখিল মাদ্রাসাঃ ঝুঁকি নিয়ে চলছে পাঠদান রাজারহাটে তিস্তায় ভাঙ্গন কবলিত ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালক রজব আলীর মরদেহ উদ্ধার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী : বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ তথ্যমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত মুঘল কাবাব হাউজকে ২ লাখ টাকা জরিমানা করেছে  নিরাপদ খাদ্য কতৃপক্ষ কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান স্বপদে বহালঃ ইউনিয়নবাসীর মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ এখন তলাবিহীন রাষ্ট্র নয় উন্নত রাষ্ট্র – এড,আব্দুল মতিন
বিদেশেও স্টেজ শো নিয়ে তুমুল ব‍্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী শারমিন দীপু

বিদেশেও স্টেজ শো নিয়ে তুমুল ব‍্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী শারমিন দীপু

জাকির হোসেন আজাদী: স্টেজ শো নিয়ে তুমুল ব‍্যস্ত সময় পার করছেন সময়ের জনপ্রিয় প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কণ্ঠশিল্পী শারমিন দীপু। তিনি বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন। বেতার  ও টেলিভিশনেও অসাধারণ পারফরম্যান্স ও দরদী কণ্ঠে গান পরিবেশনের মাধ‍্যমে দর্শক শ্রোতাদের হৃদয় জয় করেছেন বহু আগে। বিশেষ করে তাঁর প্রাণবন্ত গান পরিবেশন খুবই উপভোগ‍্য।
দীপু দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বড় বড় স্টেজ শো করছেন। তিনি জানালেন আজ (২১ জানুয়ারি ২০২৩ ) শনিবার কেয়া পুর পশ্চিম মেদিনীপুর  শো আছে। আগামীকাল ২৪ জানুয়ারি  রাজারহাট। ২৬ জানুয়ারি জলঙ্গী মুর্শিদাবাদ।  ২৭ তারিখ নন্দীগ্রাম পল্লী উৎসব মেদিনীপুর ও ২৮ তারিখ চন্দ্রদ্বীপ মেলা হরিহরপাড়া নদীয়ায় টানা শো আছে।
তাছাড়া দীপু  অনেক গুলো মৌলিক গানও  উপহার দিয়েছেন।  সম্প্রতি তার “ভালােবাসার লাল আগুনে /পুইড়া হইলাম কালারে/ ইহার চেয়ে মরণ ছিল ভালা ”  এমন অসাধারণ নান্দনিক কথা সমৃদ্ধ গান মুক্তি পেয়েছিল শিল্পীর নিজস্ব ইউটিউব চ‍্যানেলে। যা ইতিমধ্যে ব‍্যাপক সাড়া ফেলেছে।
দীপু বলেন,  “ভালােবাসার লাল আগুনে ‘ একটি নিগুঢ় প্রেমের গান। এটি গ্রামীন আবহে ভিজ‍্যুয়ালাইজ করা হয়েছে। গানটির ব‍্যাপারে আমি খুবই আশাবাদী ছিলাম।  প্রত‍্যাশা ছিল আমার দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে। তাই হয়েছে। অল্প দিনেই গানটি সাড়া ফেলেছে। অনেক প্রশংসা পাচ্ছি। গান নিয়ে অনেক দূর যেতে চাই আমি। জীবনের শেষ দিন পর্যন্তও গান গেয়ে যেতে চাই’
উল্লেখ্য যে, শারমীন দীপুর জন্মস্থান ফরিদপুর। বসবাস ঢাকা উত্তরা। মা আইনজীবী। বাবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পড়ছেন ব‍্যারিষ্টারি। ছোট বেলা থেকেই গানে তালিম নিয়েছেন। ২০০৪ সালে নতুন কুড়িতে দ্বিতীয় হওয়ার মাধ্যমে সঙ্গীতের জগতে প্রবেশ। মৌলিক গান করেছেন ৩০টির বেশি। রয়েছে ৪টি একক এ‍্যলবাম। গাড়ি চালাতে ও দেশ বিদেশ ঘুরে বেড়াতে ভালোবাসেন দীপু। দীপুর জন্য শুভকামনা।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com