দুই হাত না থাকায় শুধু পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২০)। সেই হার না মানা জসিমকে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে নগরকান্দা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা কার্যালয়ে নিজ কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক ও নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার এ টাকা জসিমের হাতে তুলে দেন।