মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
ভৈরব পাদুকাশিল্প ইন্ডাষ্টিয়াল এসোসিয়েশন কার্যালয়ে এটমী ম্যাম্বার ও সাবেক প্রেন্সিপাল শ্রীমন্তলাল পালের সভাপতিত্বে বিকাল ৪ টা স্বাস্থ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত।
এটমী ম্যাম্বার ও বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন
আসমা আহমেদ সম্মানিত মহিলা সদস্য জেলা পরিষদ, কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ বখরুল আলম বাচ্চু
সাধারণ সম্পাদক শ্রীনগর ইউনিয়ন আওয়ামিলীগ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন
এটমী গ্লোবাল কোম্পানির বাংলাদেশের মিন্টর
এ আর আজাদ লিটন ।
বিশেষ বক্তা এটমী গ্লোবাল কোম্পানির ডাইমন্ড মাস্টার আইকন লিডার
শাহাজাহান সাজু, আরেফিন
ডাইনামিক লিডার আজিম ভূইয়া
ডাইনামিক লিডার মোঃ জামাল হোসেন, মোঃ মামুন মিয়া,ফয়জুল কবীর,নিজাম উদ্দিন সরকার,শরীফ আহমেদ সহ শতাদিক এটমীর ম্যাম্বারবৃন্দ।
বক্তাগণ বলেন এটমীর প্রথম স্লোগান অ্যাবসুলেট কোয়ালিটি অ্যাবসুলেট লো প্রাইস প্রোডাক্ট সমূহ প্রতিটা রোগীর হাতে হাতে পৌঁছা উচিত কেননা এটা ১০০% পিওর বিশ্বের সেরা পণ্য।