মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা পুলিশ-ডাকাত গোলাগুলি, গুলিবিদ্ধসহ ছয় ডাকাত আটক, আহত চার পুলিশ সদস্য

সাতক্ষীরা পুলিশ-ডাকাত গোলাগুলি, গুলিবিদ্ধসহ ছয় ডাকাত আটক, আহত চার পুলিশ সদস্য

 

 

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ ও ডাকাত সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৬ মার্চ) ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে এ ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে ছয় ডাকাতকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাত দলের ব্যবহৃত দুটি প্রাইভেট কার। এসময় পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত।

আটককৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার মিজান (৪৭), একুই এলাকার সাইদুল ইসলাম (৬০), শার্শার বসতপুর এলাকার আবুল কালাম (৫৫), একুই এলাকার আব্দুল্লাহ (৩০), ঝিকরগাছার হাজিরআলী গ্রামের হুমায়ন কবির (৩৭), সাতক্ষীরা সদর এর মধ্যকাটিয়া এলাকার সাইদুর জামান (২৮)।

আহত পুলিশ সদস্যরা হলেন, সাতক্ষীরা সদর ও কলারোয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা ওসি নাসিরউদ্দীন মৃধা, এএসআই আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছে এমন গোপন খবরে ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের পুরো টিম নিয়ে অভিযান করা হয়। অভিযানকালে দুটো প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, সদর সার্কেল ও কলারোয়া ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।————

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com