সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
বাঘ বিধবা… ভৈরবে একাধিক ডাকাতি মামলার আসামি আবদুল্লাহ ওরফে জুয়েল গ্রেফতার। প্রফেসর আফসার আহমেদ বাবলুর ভাইঝি ‘সুপ্তি’র স্ট্রোকে মৃত্যু লালমনিরহাটে চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। স্মার্ট ভূমিসেবা সপ্তাহে নাগরিকের দোরগোড়ায় সেবা পৌছে দিতে সক্ষম হয়েছি—সহকারী কমিশনার মোঃ আজাহার আলী কালিগঞ্জে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত কালিগঞ্জ উপজেলায় পিস ফ্যাসিলিটিটর গ্রুপ এর ফলোআপ মিটিং অনুষ্ঠিত বাংলাদেশ সংঘাত চায় না : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতির সাথে আইজিপির সাক্ষাৎ ধুনটে কেরাম বোর্ড ও লুডু খেলার নামে রমরমা জুয়ার আসর 
পিতৃ-মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ হাফেজ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ।

পিতৃ-মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ হাফেজ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ।

 

প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।

ঢাকার কামরাঙ্গীরচরে দৃষ্টিহীন তালিমুল কোরআন, হাফেজ, প্রতিবন্ধী ছাত্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

সামাজিক সেবামূলক সংগঠন পিতৃ-মাতৃছায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে গত ২৭/০৩/২০২৩ ইং রোজ সোমবার কামরাঙ্গীরচরের খলিফাঘাট নামক স্থানে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের মাদ্রাসায় ইফতার আয়োজন করা হয় এসময় উপস্থিত ছিলেন পিতৃ-মাতৃছায়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তাওহিদুল ইসলাম প্রমূখ।

এলাকাবাসী জানান দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের এই মাদ্রাসাটি অন্যের সহায়তায় পরিচালনা করা হয় এখানে দ্বায়িত্ব প্রাপ্ত হুজুর হাফেজ কারী মাহফুজুর রহমান, বলেন ২৬ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ও বাকিরা এতিম দরিদ্র ছাত্র এদের কারো মা নেই কারো বাবা নেই। তালিমূল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বডিং টি ২০১৬ সাল থেকে এলাকাবাসীর সহায়তায় পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন রাসূলুল্লাহ (ﷺ) ওই ব্যক্তিকে সবচেয়ে বড় দানশীল হিসাবে ঘোষণা দিয়েছেন। যিনি পবিত্র কুরআন-সুন্নাহর এলেম অন্যদের শিক্ষা দেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা রাস্তাঘাট ইত্যাদিতে দান করলে অনেক বেশি মানুষ উপকৃত হয় এবং সওয়াব দীর্ঘস্থায়ী হয়। বুখারি শরিফে এসেছে-হজরত আবু হুরায়াহ (রা.) থেকে বর্ণিত, রাসূলে পাক (সা.) ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমলের সওয়াব কেয়ামত পর্যন্ত জারি থাকে- সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, ভালো সন্তান যে তার জন্য দোয়া করে।

আল্লাহ তা’আলা কোরআনে উল্লেখ করেছেন, “যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তার উদাহরণ হচ্ছে সেই বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়। আর প্রতিটি শীষে একশতটি করে দানা থাকে। আর আল্লাহ যাকে ইচ্ছা অতিরিক্ত দান করেন”। (সূরা আল-বাকারাঃ ২৬১) অত্র মাদ্রাসাটি পরিচালনায় এলাকাবাসীর সহায়তার পাশাপাশি সরকারে সহায়তা চান দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার হাফেজ ছাত্ররা।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com