হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে অপরিপক্ষ কেমিক্যাল দিয়ে পাকানো ৬ কেজি গোবিন্দভোগ আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময়ে অসাধু আম ব্যবসায়ী কৃষ্ণনগর এলাকার নজরুল ইসলাম গাজীর ছেলে অলিউল্লাহ গাজীকে অপরিপক্ক আমে রাসায়নিক মিশিয়ে পাকানোর দায়ে ১৫ দিনের জেল প্রদান করেন। কালিগঞ্জ উপজেলায় এক শ্রেণীর আম ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় আম পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে কাঁচা পেড়ে কেমিক্যাল দিয়ে পাঁকিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে নিয়ে যায়। ইতিপূর্বে মৌতলা, নলতা, কালিগঞ্জ, রতনপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অপরিপক গোবিন্দভোগ আম জব্দ করে বিনষ্ট করা হয়েছিল। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কবলে পড়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হতে বসেছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার সময়সীমা বেঁধে দিলেও তা মানছে না এক শ্রেনীর ফুড়িয়া ও আড়তদারেরা।