হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সুবর্ণজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠান। রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আহছানউল্লা তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ডি এম মোমতাজ উদ্দীন, বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, সাবেক চেয়ারম্যান আকবর আলী মোড়ল। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক, প্রাক্তন ছাত্র সুব্রত কুমার বৈদ্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন ছাত্র ও ন্যাশনাল ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার এন্ড ডিভিশনাল প্রধান শেখ আকতার উদ্দীন আহমেদ এবং প্রাক্তন ছাত্র ও অডিটর মুহসিন রেজা মুন্না এবং প্রাক্তন ছাত্র ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠান সফলতায় সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুর রশিদ, এ কে এম মোরশেদ, মেহেদী হাসান তারেক, খালেদ মোহাম্মদ আবু হোসেন, মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, আব্দুর রব, শেখ ফয়জুল হক, আমানউল্লাহ তরফদার, নুরুল আমিন, শেখ আকরাম হোসেন, সাইফুল্লাহ আজাদ, শেখ আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন, তাপস ঘোষ, সিরাজিয়া পারভেজ টুটুল, গাজী হাবিব, শামীম আজাদ রনি, আব্দুল্লাহ আল মামুন, শেখ মহিদুল ই রোকনুজ্জামান রনি, শাহরিয়ার সোহাগ, সেলিম রেজা,লিয়াকত, শফিউল্লাহ, সুলতান মাহমুদ, জসিম, জাফর ইকবল বাবু, শাহিন রেজা, নিহাল হাসনাইন, আশিক, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময়ে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা, ইউপি চেয়ারম্যান বৃন্দ, পৃষ্ঠপোষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষক মন্ডলীকে সন্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাড়ে ৮ শতাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, প্রাক্তন ও বর্তমান ম্যানেজিং কমিটি, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।