সাঘাটা( গাইবান্ধা ) প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটা উপজেলার ভন্নতের বাজারের হায়দার আলীর নির্মানাধীন মার্কেটের ভিতরে ও নশিরার পাড়া গ্রামের পলাতক আসামী আলমগীরের বসত বাড়ী থেকে ১ কেজি ৫০০ গ্রাম শুকনা গাঁজা সহ ৩ জন কে গ্রেফতার করেন বোনার পাড়া তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন : পাছ গড়গড়িয়ার গ্রামের শফিকুল ইসলামের ছেলে একলাছ উদ্দিন( ৩০) ওই গ্রামের মোন্তাজুর রহমানের ছেলে মাসুদ রানা( ৪০) ও উত্তর কামালের পাড়া গ্রামের ইসমাইলের ছেলে মিষ্ঠার( ৩০) নামের তিন জন কে গ্রেফতার করেন পুলিশ।
জানা গেছে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন এর নেতৃত্বে এস আই মোঃ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গাঁজা ব্যবসায়ীর সাথে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য গাঁজা ক্রেতা পরিচয়ে যোগাযোগের এক পর্যায়ে বাজারস্থ জনৈক হায়দার আলীর নির্মানাধীন মার্কেটের ভীতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ তাদের কে গ্রেফতার করা হয়েছে বলে বোনার পাড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ রাকিব হোসেন জানান