মনিরুজ্জামান (মহসিন) :
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নবাগত নির্বাহী অফিসার ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আর্থিক বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: ইয়ানুর রহমান এর সাথে ১৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১২ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে কলেজের পক্ষ থেকে কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শহীদুল ইসলাম এবং জীববিজ্ঞানের শিক্ষক ও জেলা রোভার স্কাউট এর কোষাধ্যক্ষ মো: আবু তালেব এর নেতৃত্বে উক্ত কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিঁতুমীর,উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, হিসাববিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক আলহাজ্জ মো: মাসুদ করিম, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান রোভার স্কাউট লিডার ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান (মহসিন), প্রাণি বিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল,হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক আত্তাবুজ্জামান (মধু), শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন, হিসাবরক্ষক বৈদ্যনাথ সরদার, অফিস সহকারী আব্দুল আলিম প্রমূখ।