বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন

অশ্রুকথা…

অশ্রুকথা…

 

ছলছল চোখটা হঠাৎ
যদি ভিজে ওঠে জলে,
অশ্রকণা গুলো হয়তো
গড়িয়ে পড়বে চিবুক বেয়ে

পড়া যেত যদি ও চোখের ভাষা
শোনা যেত ঝরে পড়া অশ্রুধারার শব্দ
তবে কী বলতো চাইতো ওরা?

এখনও বলতে না পারা সুখ স্মৃতিকথা
সময় করে বলা হয়ে উঠেনি এখনও,
চাপা পড়েছিল শত আনন্দের মাঝে,
জানতো না কেউ আজও তা।

ওরা কী কষ্টের কথাগুলো বলতো?
দাগ রেখে যাওয়া গভীর ক্ষতের কথা,
যা কেউ বিশ্বাসই করবে না।

নাকি,
চলে যাওয়া দিনগুলির কথা,
স্বপ্নে দেখা আগামীর কথা
অন্তরাত্মায় কাঁপন ধরায় ভাবলে যা।

কিছু বলবে কী ওরা? নাকি
নীরবেই ঝরে যাবে, একে একে
মুক্তোদানার ফোটা হয়ে,
বরফ হয়ে জমে থাকা শতবর্ষের
সব না বলা কথামালা।

নিশী কাল
১০ আশ্বিন ১৪৩০
রাজশাহী
©Hasan Hafizur Rahman

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com