জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৪-এ দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার (৬ মে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোঃ আলতাফ হোসেন ১৯৬৮ সালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠী গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গহ্রণ করেন। তাঁর বাবার নাম আব্দুস সোবাহান মোল্লা এবং মায়ের নাম জোহরা খাতুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি গবেষক। মোঃ আলতাফ হোসেন ১৯৯৩ সালের ৪ আগষ্ট আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। সবশেষে ২০২৩ সালে অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ বেতারের একজন নাট্যকার, নাট্যশিল্পী, গীতিকার ও কথক। তিনি একজন কবি ও কথা সাহিত্যিক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ – কৃষ্ণ মেঘের কাব্য, যৎকিঞ্চিৎ ও জল তৃষ্ণায় কাঁদে জলজ শরীর। মোঃ আলতাফ হোসেন গত বছর জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং তার কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়। চলতিবছর তিনি পুনরায় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও তাঁর প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত একং এক কন্যা সন্তানের জনক । তাঁর স্ত্রীর নাম শিরিণ সুলতানা এবং কন্যার নাম রওনক জাহান ইলেন। তিনি তাঁর এ সাফল্যের জন্য কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদ ও পরিচালনা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।