হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে আইন-শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার এবং উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইউএনও’র সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম ও দিপালী রানী ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম। অনুষ্ঠানমালায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিজিবি ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।