বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

ইবিতে জাপানে উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে এমওইউ স্বাক্ষরিত

ইবিতে জাপানে উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে এমওইউ স্বাক্ষরিত

মোতালেব বিশ্বাস লিখন, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন (আই.আই.ই.আর) এর উদ্যোগে জাপানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের একটি প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও জাপানী প্রতিষ্ঠানের পক্ষে জেনমেরারী।
চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই.আই.ই.আর এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন উর রশিদ আসকারী, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহীনুর রহমান, প্রফেসর ড. মোঃ রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রফেসর ড. মিয়া মোঃ রাশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধ পরবর্তী স্বীকৃতিকারী দেশ হিসাবে এবং জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বের কথা ও দেশের সবধরনের উন্নয়নে জাপানী সহায়তার কথা কৃতজ্ঞচিত্রে তুলে ধরেন ।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com