মাহদি হাসান, শেরপুর।।
শেরপুর সদর উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ (সোমবার) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি।
ওই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক মজিদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান প্রমূূখ।
সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।