বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে টানা তৃতীয় বারের মতো দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, অ্যডিশনাল আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) ও অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ সুপার ঢাকা জেলা ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এবং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।