জাবির আহম্মেদ জিহাদ।।
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কানে হেডফোন দিয়ে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে এস.কে শাকিল আহম্মেদ এবং অপর এক এক যুবকের মৃত্যু হয়েছে ।তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে দুরমুট বটতলায় রেল ক্রসিংয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাকিলের বাড়ি মেলান্দহ ঞপজেলাতেই ।
স্থানীয়রা বলেন, দুপুরে দেওয়ানগঞ্জ -ঢাকা কম্পিটার ট্রেন আসার সময় ইসলামপুর রেলওয়ে অতিক্রম করছিল।
এমন সময় শাকিল নামের ওই যুবক এবং তার সাথী হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। এজন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ফলে ট্রেনে কাটা পড়ে মারা যায়।
ট্রেনে কাটা পড়ার আগে তার সঙ্গে আরো কয়েকজন যুবক ছিল। তারা জানায় শাকিল মোবাইলে ফ্রি ফায়ার খেলছিল।
স্থানিয়রা এই ঘটনাক ঘটাতে খুবই দুঃখজনক ভাব প্রকাশ করেন। ঘটনা জানার পর পরই রেলওয়ে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের রুকনাই বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ফ্রি ফায়ার খেলার সময় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার টেনে কাটা পরে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।