পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জের কাদিরাবাদ বন বিটের ৪ লক্ষাধিক টাকার রোপনকৃত গাছ চারা উপড়ে ফেলে বিনিষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
সা¤প্রতিক কালে পীরগঞ্জের কাদিরাবাদ বন বিটের বে-দখলকৃত ৬০ হেক্টর জমি ৫নং মদনখালী ইউনিয়ন চেয়ারম্যান সামছুল ইসলামের সহযোগীতায় বন-বিভাগের মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা,মুনজুরুল করিম এবং কাদিরাবাদ বন-বিট কর্মকর্তা আবুজার গাফ্ফারীর দীর্ঘদিনের প্রচেষ্ঠায় উক্ত বনের বে-দখলকৃত ৬০ হেক্টর জমি স্থানীয় দখলবাজদের হাত থেকে জমি উদ্ধার করেন। উক্ত জমিতে বৃহত্তর রংপুর জেলায় টেকসই সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ ইং অর্থ বছরে ১ লক্ষ বিভিন্ন গাছের চারা রোপন করার চুক্তি সম্পাদিত হয় । বনবিভাগের পক্ষে তা অনুমোদন পূর্বক ৬০ একর জমিতে বিভিন্ন জাতের ১ লক্ষ চারা রোপন করা হয় । এতে সুবিধা ভোগি কৃষকগণ ১০ বছর পর গাছ বিক্রির অর্থ হতে কৃষক ৪৫%, বনবিভাগ ৪৫% এবং বাকী ১০% অর্থ দিয়ে পরবর্তিতে চারা রোপন করা হবে । গাছ রোপনের এক সপ্তাহ পার হতে না হতেই গত ০৮ জুলাই উক্ত রোপনকৃত বনবিভাগের ঔষধি ও আকাশ মনির প্রায় ৩০ হাজার চারা দূরবৃত্তরা ভেঙ্গে উপরে ফেলে,যাহার আনুমানিক মূল্য ৪লক্ষ টাকা। এ ব্যাপারে কাদিরাবাদ বন বিটের কর্মকর্তা আবুজার গাফ্ফারী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম এ মমিন এর পরামর্শে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।