আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, ০৫ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, রবিবার সকাল ১১:০৫ ঘটিকায় কেএমপি’র সদর দপ্তরস্থ কার্যালয়ে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার, বিপিএম মহোদয়ের সহিত কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মহোদয় বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার, বিপিএম এর পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।