পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় থানাপুলিশের অভিযানে মাদক ও সাজার ৩ আসামী গ্রেফতার। গত রোববার রাতে ও সোমবার বিকাল ৩ টায় পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের সোমবার বিকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক কে এ সাদ্দাম হোসেন জানান, গত রোববার রাত ৯ টার দিকে হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটির বালিয়া খেয়াঘাট এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় তালা উপজেলার বালিয়া গ্রামের নুর আলী গাজীর ছেলে ইকবাল গাজী(৪০), ও পাইকগাছা উপজেলার সোনাতন কাটি গ্রামের এরশাদ গাজীর ছেলে তাজিনুর(৪২) কে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ৫০ গ্রাম মাদক(গাজা) পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে।
অপর দিকে সোমবার বিকাল ৩ টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়ের আবাদ গ্রাম থেকে মনিরুল সরদার(৫০) নামে ৩ মাসের সাজার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ২০১৯ সালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে চেক প্রতারণা মামলা হয়। পরে মামলাটি খুলনা দায়রা যগ্ম ৪র্থ আদালতে যায়। ওই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত ৩ মাসের সাজা ও ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে। সে থেকে সে পালাতক ছিলো। সোমবার বিকাল ৩ টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।