পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-মৃধা ফয়সাল,
পটুয়াখালী বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের এগ্রিমেন্ট(সাব-কবলা) জমি নিয়ে এই ঘটনা, গত (১০ জুলাই)রোজ বুধবার সকাল আনুমানিক ৮টার সময় এই বিরোধী জমি চাষাবাদে যায় হারুন সিকদার,কবির শিকদার এবং ফারুক শিকদার গং এই খবর শুনে ওই জমিতে বাধা
দেওয়ার জন্য এগিয়ে যান পরেশ বিশ্বাস এবং স্ত্রী পরিবার গং এই দুই পক্ষের কথার কাটাকাটি তে এক পর্যায়ে সংঘাত হয়।এই সংঘাতে হারুন সিকদার(৪০) কবির সিকদার(৪৫) এবং ফারুক শিকদার(৪৮) গং এর পাইপ এবং হাতুড়ি পিটুনিতে গুরুতর আহত হয় পরেশ বিশ্বাস(৩৫)পরবর্তীতে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে পটুয়াখালী সদর হসপিটাল ওই খান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে পরেশ বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ১৩ই জুলাই বিকেল ৫:২০ মিনিটের সময় মৃত্যু বরণ করেন,স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে এ মামলার ব্যাপারে স্থানীয়দের দাবি এ মামলায় যাতে করে কোন নির্দোষী অভিযুক্ত না হয় এবং সঠিক অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক।
এ ব্যাপারে বাউফল থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানিয়েছেন থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামী গ্রেফতারের অভিযান চলছে।