নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে গত ২২শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩/২৪ মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কৃষক মাঠ দিবসে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ নেতা ও পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর নজিবুল্লাহ মজনু’র সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি অফিসার মো: জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: গাজীউল হক, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুস সালাম। এছাড়াও মোছা: হাছনা আক্তার, কৃষক নুরুল আলম, মাহফুজার রহমান, মিজানুর রহমান, মো: শাহিন এবং অত্র গ্রামের কৃষাণ-কৃষাণীসহ গ্রামবাসীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত মাঠ দিবসে উচ্চমূল্যের ফসল চাষ প্রদর্শনী’র আওতায় স্বল্প সময়ে স্বল্প খরচে বাবলী জাতের টমেটো চাষের বিষয়ে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং টমেটো চাষ করার জন্য উদ্বুদ্ধ করেন।