হাফিজুর রহমান শিমুলঃ শুক্রুবার (১৯ জুলাই) জুম্মার নামাজের পরে কালিগঞ্জ উপজেলা জামে মসজিদে উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মাদ এরশাদের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক শেখঃ সাদেকুর রহমান (সাদেক), যুগ্ম-সাধারন সম্পাদক মাষ্টার আব্দুস সালাম, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি মোঃ নূর ইসলাম (বাবু), উপজেলা জাপা নেতা বাকিয়ার রহমান, রতুনপুর সভাপতি ফজল্লুল হক মেম্বার, মথুরেশপুর সভাপতি আসাদুজ্জামান। কুশুলিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ শাকির আহম্মেদ, ধলবাড়িয়া ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, উপজেলার জাতীয় পার্টির, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীসহ মসজিদের মুসুল্লিবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচলনা করেন উপজেলা কোট মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ আকরাম হোসাইন।