চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সংবাদ সম্মেলনে আসছেন। জানা গেছে, রাজধানীর গুলশানে নায়িকার রেস্টুরেন্ট ‘ববস্টার ডায়নিং’ দখল, লুটপাট, প্রতারণা ও হত্যাচেষ্টার বিষয়ে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেল ৪ টায় (১ জুলাই) রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ঘটনার পেছনের কথা সামনে আনবেন ববি।
ববির ‘ববস্টার ডায়নিং’ দখল নিয়ে দুই পক্ষের মামলা হয়েছে। বিষয়টি এতদিন চুপ থাকলেও তাকে নিয়ে মিথ্যারের বিরুদ্ধে মুখ খুলবেন এই নায়িকা।