হাফিজুর রহমান শিমুল: কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (১ জুলাই) দুপুরে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা’র কার্যালয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৬জন উপস্থিত থেকে ভোট প্রদান করে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আব্দুল কাদের (বাবলু) কে নির্বাচিত করেণ। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেণ উপজেলা সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ অফিসার হেমেন্দ্র নাথ মন্ডল। এসময়ে উপস্থিত থেকে সদস্য সচিবের দায়িত্ব পালন করেণ শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাশেদ। ভোটে অংশগ্রহণ করেন অভিভাবক সদস্য আমিরুল ইসলাম, আশরাফুজ্জামান ও আব্দুল আলিম, শিক্ষক প্রতিনিধি প্রভাষচন্দ্র বিশ্বাস ও আব্দুর রহমান এবং দাতা সদস্য রিয়াজুল ইসলাম। উল্লেখ্য যে, কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপিত হয়ে অতি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।