কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেবী দুর্গার আমন্ত্রণ, অধিবাস বা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এছাড়াও মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ। বুধবার (০৯ অক্টোবর) দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা। এ উপজেলায় মোট ৪৯টি দুর্গা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব শুরু হয়েছে। ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টা আর কাঁসার ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ- আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। সনাতনী শাস্ত্র অনুযায়ী এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। আগামীকাল বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাঅষ্টমী আর শনিবার হবে মহানবমীর পূজা আর রবিবারে দুর্গাদেবীর মহাদশমী বিহিত পুজার বিসর্জন হবে। পঞ্জিকা মতে এবার মহানবমী পূজার পরই রোববার দশমী বিহিত পূজা হবে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে উপজেলার নবাগত ইউএনও অনুজা মন্ডল, সেনাবাহিনীর মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সমন্বয়ে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। গঠন করা হয়েছে মনিটরিং কেন্দ্র ও ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম। উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কেন্দ্র ভিত্তিক স্বেচ্ছাসেবক টীম গঠন করেছে।