হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন মারাত্মক আহত হয়েছেন। নিহত ব্যক্তি আলী আকবর ঢালী (১৭) একজন ইটভাটা শ্রমিক। আহতরা স্বামী-স্ত্রী আব্দুর রহমান (৩০) এবং শিরিনা পারভীন (২৫)। দুর্ঘটনাটি সোমবার (২৭ জানুয়ারি) সকালে কালিকাপুর টু বালিয়াডাঙ্গা সড়কে ঘটেছে। প্রথম দুর্ঘটনাটি বেলা ১০টা ৩০ মিনিটে ঘটে। কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পাশে মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর চালিত ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ও তার স্ত্রী শিরিনা পারভীন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দ্বিতীয় দুর্ঘটনা প্রথম দুর্ঘটনার ঠিক ৫ মিটার দূরে ঘটেছে। আহত দম্পতির মোটর সাইকেলটি বাড়ি নিয়ে যাওয়ার পথে আলী আকবর ঢালী বিপরীত দিক থেকে আসা বালিবাহী ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলি চালক আনিসুর রহমান কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদৎ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহতদের চিকিৎসা চলছে এবং মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।