স্থানীয় বাসিন্দা ও মৃত দুজনের স্বজনদের দাবি, গতকাল সোমবার রাতের কোনো এক সময় লাশ চুরির ঘটনা ঘটেছে। পাহাড়পুর-নুরপুর নামক কবরস্থানটি উপজেলার চাপড়া ইউনিয়নে। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গেলে একটি পরিবারের লোকজনের চোখে বিষয়টি ধরা পড়ে।কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নুরপুর কবরস্থানে সম্প্রতি দুটি লাশ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও মৃতদের স্বজনদের দাবি অনুযায়ী, গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে একটি পরিবারের সদস্যরা কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এবং লাশ চুরির বিষয়টি প্রকাশ পায়।
এ ধরনের ঘটনা আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়ও ঘটেছে, যেখানে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থান থেকে তিনটি লাশ চুরি হয়েছিল। সেখানে ছয়টি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়, যার মধ্যে তিনটি কবর থেকে লাশ চুরি হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়।
কুমারখালীর সাম্প্রতিক লাশ চুরির ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং কবরস্থানের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা যায়।