হাফিজুর রহমান শিমুলঃ খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জের প্রিয়াঙ্কা বিশ্বাস।রবিবার (২৩ ফেব্রুয়ারি) ২০২৫ খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার প্রিয়াঙ্কা নেট গার্মেন্টসের স্বত্বাধিকারী প্রিয়াঙ্কা বিশ্বাসকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের অশোক কুমার বিশ্বাসের স্ত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস মাত্র ৫০ হাজার টাকায় তিনটি সেলাই মেশিন নিয়ে গার্মেন্টসের ব্যবসা শুরু করেন। হাটি হাটি পা পা করে প্রিয়াঙ্কা নেট গার্মেন্টস এখন সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। বর্তমান সে নিজের প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্য অর্জনে এগিয়ে চলেছে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। একজন নারী উদ্যোক্তা হিসেবে সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে প্রিয়াঙ্কা বিশ্বাস কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে ইতিপূর্বে সম্মাননা স্মারক ও সনদপত্র পুরস্কার পেয়েছিলেন। রবিবার সকালে খুলনা বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পেয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস। অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পুরস্কার এ ভূষিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।