মোঃ শাকিল আহামাদ।। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাদ্রাসা রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দাখিল ২০২৫ শিক্ষার্থীদের জন্য দোয়া এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
রবিবার ২৩ ফেব্রুয়ারি সকালে অত্র মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মান্নান, মহাপরিচালক মাদরাসা শিক্ষা বোর্ড অধিদপ্তর ঢাকা । এ সময় প্রধান অতিথির মাধ্যমে সকলকে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টুকটুক তালুকদার অতিরিক্ত জেলা প্রশাসক রাজশাহী শিক্ষা ও আই সি টি, জনাব মোঃ আব্দুল ওহাব, জেলা শিক্ষা অফিসার, রাজশাহী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জাকির হোসাইন অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা রাজশাহী।
উক্ত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছিল তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। দাখিল ২০২৫ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য দোয়ার আয়োজন করা হয় এবং আলিম শিক্ষার্থীদের কে সংবর্ধনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক – শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ও ও মাদ্রাসাযর কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ ও প্রদান করেন।